রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স

 ষষ্ঠ শ্রেণি গণিত শিখন-শেখানো অনলাইন কোর্স বিস্তারিত


রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স সংক্রান্ত নির্দেশনা

তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এ টু আই) কর্তৃক প্রস্তুতকৃত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ই-লার্নি প্ল্যাটফর্মে (dshe.muktopaath.gov.bd) রিচ টু টিচ ৬ষ্ঠ শ্রেণির গণিত শিখন- শেখানো বিষয়ক অনলাইন প্রশিক্ষণটি মাধ্যমিক পর্যায়ের গণিত শিক্ষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এমতবস্থায় আপনার জেলার ৬ষ্ঠ শ্রেণিতে পাঠদানরত গণিত শিক্ষকদের মধ্য থেকে ৫০ জন গণিত শিক্ষককে রিড টু টিচ: গণিত শিখন-শেখানো (৬ষ্ঠ শ্রেণির) অনলাইন প্রশিক্ষণের লিংকে যুক্ত হয়ে প্রশিক্ষণটি সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের কারিগরি সহযোগিতা নেওয়া যেতে পারে। বিষয়টি অতীব জরুরি।

এছাড়াও কোর্স সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা, মতামত প্রদান অথবা যেকোনো প্রয়োজনে আমাদের ইমেইল করুন info.muktopaath@gmail.com ঠিকানায় 

মুক্তপাঠের দ্বারা পরিচালিত ৬ষ্ঠ শ্রেণির অনলাইন শিখন-শেখানো কোর্স এর সরাসরি লিংক হলো https://muktopaath.gov.bd/course-details/939

এই কোর্স সম্পর্কে

কোর্স সম্পর্কিত তথ্য

দক্ষতা স্তর: শিক্ষানবিস

ভাষা: বাংলা

লেকচার সংখ্যা: ৬৩

ভিডিও: ১১:৪৯:২৩ ঘন্টা

বিবরণ 

“রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি)” কোর্সটিতে আপনাকে স্বাগত। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের সহায়তায় এই ভার্চ্যুয়াল শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচীটি গ্রহণ করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো মাধ্যমিক পর্যায়ের গণিত শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান সুদৃঢ় করা। প্রাথমিকভাবে, এ কর্মসূচীতে ষষ্ঠ শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হলেও ক্রমান্বয়ে পরবর্তী শ্রেণিগুলো অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

শিক্ষাবিজ্ঞানের প্রাথমিক ধারণা ও তার বাস্তব প্রয়োগ এবং ষষ্ঠ শ্রেণির গণিতের আটটি অধ্যায়ের ধারাবাহিক আলোচনা ও মূল্যায়ন নিয়ে মোট ১২ টি মডিউল দিয়ে “রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি)” কোর্সটি সাজানো হয়েছে। প্রতিটি মডিউলে নির্দিষ্টসংখ্যক ভিডিও এবং ভিডিও সংশ্লিষ্ট ১টি করে সংক্ষিপ্ত পপআপ কুইজ রয়েছে। সেইসাথে প্রতিটি মডিউলে রয়েছে সমাপ্তিসূচক ১টি করে কুইজ। সর্বশেষ মডিউলটি সাজানো হয়েছে সম্পূর্ণ কোর্সে আলোচনাকৃত বিষয়ের শিখন যাচাই এর জন্য চূড়ান্ত মূল্যায়ন কুইজ দিয়ে। এছাড়া শিক্ষকদের কোর্স পরবর্তী ব্যক্তিগত শিখন চলমান রাখতে মডিউলগুলোর শেষে প্রয়োজনীয় সম্পূরক শিক্ষা উপকরণ (পাঠসংক্রান্ত ভিডিও, অনুশীলনী, নিবন্ধ) রাখা হয়েছে। অংশগ্রহণকারীগণ এই শিক্ষা উপকরণগুলো তাদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী শিখন ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। 

 
কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যাদি ও নির্দেশনা পেতে ‘কোর্স নির্দেশনা’ টি অনুসরণ করুন। এ নির্দেশনা অনুযায়ী কোর্সে অংশগ্রহণ এবং কোর্স সম্পন্ন করা অত্যাবশ্যক। কোর্সটি করতে গেলে উল্লিখিত নির্দেশনার বাইরেও আপনারা সাধারণত যেসব সমস্যার সম্মুখীন হতে পারেন তার একটি বিশদ তালিকা আমরা তৈরি করেছি এবং সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তাই, যেকোনো সমস্যায় প্রথমেই ‘সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী’ ডকুমেন্টটি পড়ুন এবং দেখুন আপনার সমস্যার সমাধান এখানে রয়েছে কিনা। 
 
আপনার জিজ্ঞাসা বা সমস্যার সমাধান যদি সেখানে পাওয়া না যায়, সেক্ষেত্রে এই ‘সহায়তা ফর্ম’ টিতে আপনার সঠিক মুক্তপাঠ আইডি এবং আপনার সাথে যোগাযোগের তথ্যসহ সমস্যাটি বিস্তারিতভাবে লিখে ফর্মটি জমা দিন। এখানে আপনি আপনার সমস্যাটি স্পষ্টভাবে উপস্থাপনের জন্য সমস্যার স্ক্রিনশট বা ছবিও সংযুক্ত করতে পারেন। পরবর্তী  দ্রুততার সাথে আমরা আপনার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিব এবং আপনার সাথে যোগাযোগ করব।
 

এই কোর্সে কোন সহায়তার প্রয়োজন হলে সহায়তা ফর্ম পূরণ করে সাবমিট করুন। সহায়তা ফর্ম

রিচ টু টিচ: গণিত শিখন-শেখানো (ষষ্ঠ শ্রেণি) অনলাইন কোর্স পাঠ তালিকা

ক্রমিকমডিউলের বিবরণপাঠ সংখ্যাবিস্তারিত
০১শিক্ষাক্রম ও শিখন-শেখানো০৮ টিপাঠ দেখুন
০২গণিত শিক্ষকের দক্ষতাসমূহ০৬ টি
০৩শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: প্রথম অধ্যায়: পর্ব ০১০৬ টি
০৪শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: প্রথম অধ্যায়: পর্ব ০২০৭ টি
০৫শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: দ্বিতীয় অধ্যায়০৮ টি
০৬শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: তৃতীয় অধ্যায়০৫ টি
০৭শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: চতুর্থ অধ্যায়০৫ টি
০৮শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: পঞ্চম অধ্যায়০৪ টি
০৯শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: ষষ্ঠ অধ্যায়০৫ টি
১০শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: সপ্তম অধ্যায়০৫ টি
১১শিখন- শেখানো এবং বিষয়ভিত্তিক ধারণা: অষ্টম অধ্যায়০৪ টি
১২মূল্যায়ন০২ টি

     সম্পূরক শিক্ষা উপকরণ : 

      সম্পূরক নিবন্ধ ১

       সম্পূরক নিবন্ধ ২

      সম্পূরক শিক্ষা উপকরণ : 

       সম্পূরক নিবন্ধ ১

- শিখনফলের শ্রেণিবিভাগ

         সম্পূরক শিক্ষা উপকরণ : 

         সম্পূরক নিবন্ধ ১

- পাঠ পরিকল্পনা

        সম্পূরক শিক্ষা উপকরণ : 

       সম্পূরক নিবন্ধ ১

       নমুনা পাঠ পরিকল্পনা ১

       নমুনা পাঠ পরিকল্পনা ২

- গণিতের কার্যকর শিখন-শেখানো পদ্ধতি এবং কৌশল

       সম্পূরক শিক্ষা উপকরণ : 

       সম্পূরক নিবন্ধ ১



গুরুত্বপূর্ণ লিংক 
 
কোর্স সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা দেখতে  এখানে ক্লিক করুন 
কোর্স সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) দেখতে এখানে ক্লিক করুন 
সরাসরি সহায়তার জন্য বা অভিযোগ জানাতে আবেদন করুন এই লিংকে 

Post a Comment

0 Comments