About
পরিচিতি
নামঃ মুহাম্মদ সাইফুল ইসলাম
স্কুলঃ লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, সদর, লক্ষ্মীপুর।
পদবীঃ ট্রেড ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)
বর্তমান পদে যোগদানঃ ০১/০৭/২০০৪ খ্রিঃ
মোবাইলই নম্বরঃ ০১৭৪৩৯০২৮৩৫
ই-মেইল - saifullchs@gmail.com
ভূমিকাঃ
'আসসালামু আলাইকুম' সম্মানিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম "Online Academy" অ্যাপটিতে। বর্তমান বৈশ্বিব মহামারী করোনার কারনে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সারা বিশ্বের সাথে আমাদের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতিতে শিক্ষাকার্যক্রম চলমান রাখতে সংসদ টেলিভিশন, ফেইজবুক ফেইজ কিশোর বাতায়ন সহ বিভিন্ন অনলাই স্কুল শিক্ষার্থীদের ক্লাস সমূহ নিশ্চত করতে সারা দেশের শিক্ষকগণ আপ্রাণ চেষ্টা করছে।
অ্যাপটির প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে স্কুলের অন লাইন ফেইজ ও সংসদ টেলিভিশনে প্রচারিত অনলাইন ক্লাসে যুক্ত রাখা।
এই ধারাবাহিকতায় গত ২৭/০৩/২০২০ খ্রিঃ হতে "অনলাইন স্কুল লক্ষ্মীপুর" এবং নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে "লক্ষ্মীপুর কলেজিয়েট অনলাইন স্কুল" ফেইজবুক গ্রুপ তৈরি করে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত করি। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যহত রাখার জন্য "Online Academy App" তৈরি করি। যাতে শিক্ষার্থীরা সহজেই বিদ্যালয়ের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফেইজবুক একাউন্ট ছাড়াও বিদ্যালয়ের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবে।
শিক্ষকদের অনলাইন ক্লাসে যুক্ত করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার শিক্ষকদের নিয়ে প্রথম জুম ব্যবহার করে "অনলাইন স্কুল লক্ষ্মীপুর" গ্রুফ ও পেইজে গুগুল ডকস্ এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে শিক্ষকগণকে অনলাইন ক্লাসে যুক্ত করার লক্ষ্যে গত ১০/০৭/২০২০ খ্রিঃ হতে ১২/০৭/২০২০ খ্রিঃ পর্যন্ত তিন দিন ব্যাপি অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এই প্রশিক্ষণের পর জেলা শিক্ষা অফিসের মাধ্যমে ২০/০৮/২০২২০ থেকে ৫দিন ব্যাপি জুম এর মাধ্যমে লক্ষ্মীপুর জেলার প্রতিটি উপজেলার শিক্ষকগণকে অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালানায় জেলা অ্যাম্বাসেডরগণ অংশগ্রহণ করেন।
সারা দেশের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যহত রাখার প্রয়াসে "Online Academy App" তৈরি করি যা শিক্ষা উপকরণ হিসেবে সকলকে অনালাইন কার্যক্রমে সাহায্য করবে। এটি প্লে স্টোর থেকেও ইনষ্টল করা যাবে। তাই এই App লিংক (Link - lnkd.in/dd3eH72z) এসএমএস/শেয়ারের মাধ্যম সকল শিক্ষার্থীদের কাছে লিংকটিকে পৌছানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
অবশেষে অনলাইন ক্লাসে যে সকল শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কে অব্যহত রেখেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। এছাড়া a2i, TQI কলাকৌশলীদেরকে ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের শিক্ষকগণ আজ প্রযুক্তির ব্যবহারে অগ্রগামী হয়েছেন।
শিক্ষার্থীদের বিদ্যালয়ের অনলাইন ক্লাসে ও সংসদ টিভির ক্লাসে যুক্ত করার প্রয়াসে যে কোন বিদ্যালয়কে, বিদ্যালয়ের নামে অ্যাপ তৈরি করে দেওয়ার জন্য অনলাইন একাডেমী প্রয়োজনীয় সহযোগীতা করবে।
- ধন্যবাদ।
Post a Comment
0 Comments