-------------------------
৪ রমাদ্বান
-------------------------
  •  ২০ তম রমাদ্বান
  • ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ হে আমার রব, আমরা নিজেদের প্িরত জলুুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্িরত অনগু হ্র না করেন, তাহলে আমরা অবশ ̈ই অবশ ̈ই ক্ষতিগ ্̄রÍেদর অšভÍর্৩ু হয়ে যাব। রমাদ্বানের শেষ দশরাত্রি শুরু হলে নবী (সা:) রাত জেগে ইবাদত করতেন, তারঁ কোমর বাধঁ তেন এবং তার পরিবারকে (ইবাদতের জন ̈) জাগিয়ে দিতেন। [সনুানে ইবনে মাজাহ]

    ☑️ দিনের কাজঃ ১০০ বার পড়নুঃ

    أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

    উচ্চারণ : ‘ আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি ‘

    আমি আল্লাহর নিকট ক্ষমা প্রাথর্না করছি এবং তারঁ নিকটই তওবা করছি।

    ☑️ দিনের দু’আঃ

     - اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

    উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকিশ শিক্বায়ি ওয়া সুয়িল কাদ্বায়ি ওয়া শামাতাতিল আদায়ি।’ (বুখারি)
    অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, বিপদ-আপদের দুর্বিষহ অসুবিধা থেকে, দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে, ভ্রান্ত সিদ্ধান্ত থেকে এবং শত্রুতার আনন্দ থেকে।’


    Post a Comment

    0 Comments