Popular Song

জনপ্রিয় গান এর লিরিক্স সমূহ

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা

শিল্পী সাবিনা ইয়াসমিন

মন্দ হোক ভালো হোক,বাবা আমার বাবা
পৃথিবীতে বাবার মতো, আর আছে কেবা

মন্দ হোক ভালো হোক,বাবা আমার বাবা

পৃথিবীতে বাবার মতো, আর আছে কেবা
স্বর্গের মতো ছিলো,আমাদের ঘর..
যেখানে ছিলো শুধু,সোহাগ আদর..

স্বর্গের মতো ছিলো,আমাদের ঘর

যেখানে ছিলো শুধু,সোহাগ আদর
সেই ঘর থেকে বাবা,হারিয়ে গেলো..
আমার কপালে তাই,দুঃখ এলো..
আজ আমি বুঝেছি,বাবা কি ছিলো
মন্দ হোক ভালো হোক,বাবা আমার বাবা
পৃথিবীতে বাবার মতো,আর আছে কেবা..

বাবার চেয়ে দামি,নয়তো কোন ধণ
তুচ্ছ তারি কাছে, মানিক রতন

বাবার চেয়ে দামি,নয়তো কোন ধণ..

তুচ্ছ তারি কাছে,মানিক রতন
টাকা দিয়ে বাবার স্নেহ,যায় না কেনা..
কারো সাথে হয়না, তার তুলনা
সেই সে বাবার নামে,গালি দিয়না
মন্দ হোক ভালো হোক,বাবা আমার বাবা
পৃথিবীতে বাবার মতো,আর আছে কেবা

মন্দ হোক ভালো হোক,বাবা আমার বাবা

পৃথিবীতে বাবার মতো, আর আছে কেবা

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

আমার এ ঘর যেন স্বর্গ 

শিরোনাম : আমার এই ঘর যেনো স্বর্গ
শিল্পী : সাবিনা ইয়াছমিন
ও প্রয়াত এন্ডু কিশোর
ছায়াছবি : সত্য মিথ্যা
অভিনয় : শাবানা ও আলমগীর।

আমারই ঘর যেনো স্বর্গ

স্বামী যে সুখ ছেলে স্বপ্ন
আরতো কিছু নাহি চাইগো

আমারই ঘর যেনো স্বর্গ
স্বামী যে সুখ ছেলে স্বপ্ন
আরতো কিছু নাহি চাইগো
আমারই ঘর যেন স্বর্গ
ওমা কেমন তোমার স্বর্গ

কলে পানি নাই
পোলাও কুরমা পাইনা
আলু বর্ত্তা খায়

চেয়ে দেখো পথে

কতো লোক ঘুমাই
এক বেলা খেতে
পাই কী বা না পায়
তোমার যা আছে
ওদের তা নেই তো
ওদের চেয়ে তুমি
অনেক ভালো আছো
এইতো সুখ বাবা এইতো

মোদেরই ঘর যেনো স্বর্গ

মা যে স্নেহ বাবা গর্ব
ধন্য আমি তাই ধন্য
মোদেরই ঘর যেনো স্বর্গ

দেখো চাঁদ ওঠেছে আকাশে

বনে ফুটেছে ফুল
মিটি মিটি তাঁরা জ্বলে
ধরনী আকুল

প্রতিদিন চাঁদ ওঠে

ফুল ফোটে বনে
আজকে নতুন করে
কী হলো মনে
বুঝেছি বুঝেছি, তুমি কী চাও গো
রাত আছে বাকী
উতলা কেন হও গো
এইতো প্রেম বুঝি এইতো

আমারই ঘর যেনো স্বর্গ

বধু যে সুখ ছেলে স্বপ্ন
আরতো কিছু নাহি চাই গো

আমারই ঘর যেনো স্বর্গ
স্বামী যে সুখ ছেলে স্বপ্ন
আরতো কিছু নাহি চাইগো

মোদেরই ঘর যেনো স্বর্গ
মা যে স্নেহ বাবা গর্ব
ধন্য আমি তাই ধন্য

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

তুমি আমার কত চেনা
শিল্পী : সাবিনা ইয়াছমিন
ও প্রয়াত এন্ডু কিশোর

তুমি আমার কত চেনা, সে কি জানো না?এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানাতুমি আমার কত চেনা, সে কি জানো না?তুমি আমার কত চেনা, সে কি জানো না?এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানাতুমি আমার কত চেনা, সে কি জানো না?
ভালোবাসা কারে যে বলেভালোবেসে তুমি শেখালেএত কাছে এলে গো যেনহৃদয়ে লুকিয়ে গেলে
ভালোবাসা কারে যে বলেভালোবেসে তুমি বোঝালেএত কাছে এলে গো যেনহৃদয়ে লুকিয়ে গেলে
তুমি আমার কত চেনা, সে কি জানো না?তুমি আমার কত চেনা, সে কি জানো না?
আমি শুধু তোমাকে পেতেএসেছি গো এই জগতেবেঁধে নেবো ভাগ্য আমারবন্ধু, তোমারই সাথে
আমি শুধু তোমারই হতেএসেছি গো এই জগতেবেঁধে নেবো ভাগ্য আমারবন্ধু, তোমারই সাথে
তুমি আমার কত চেনা, সে কি জানো না?তুমি আমার কত চেনা, সে কি জানো না?এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানাতুমি আমার কত চেনা, সে কি জানো না?

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

সবাই তো ভালবাসা চায়
এন্ডুকিশোর


সবাই তো ভালবাসা চায়

কেউ পায়..কেউবা হারায়
তাতে,প্রেমিকের কি আসে যায়,,
সবাই তো ভালবাসা চায়
কতকাল..কত সাধনায়
তারে,একদিন কাছে পাওয়া যায়
সবাই তো ভালবাসা চায়


ঐ ফুল চায় গানে গানে ফাগুন আসুক

অলি চায় রঙে রঙে ফুলেরা হাঁসুক
ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাঁসুক
আমি চাই তুমি আসো

চুপি চুপি ভালবাস,এই নিরালায়,,
সবাই তো ভালবাসা চায়


কেউ পায়..কেউবা হারায়
তাতে,প্রেমিকের কি আসে যায়,,
সবাই তো ভালবাসা চায়...
ঐ নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক

তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক
নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক
আমি চাই তুমি ডাক

পথ চেয়ে বসে থাক,আমারই আশায়,,
সবাই তো ভালবাসা চায়

কেউ পায়.. কেউবা হারায়
তাতে,প্রেমিকের কি আসে যায়,,
সবাই তো ভালবাসা চায়
কতকাল.. কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়
সবাই তো ভালবাসা চায়

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

শিরোনাম : তুমি ছিলেনা যখন
শিল্পী : রুনা লায়লা ও প্রয়াত এন্ডু কিশোর
ছায়াছবি : স্ত্রী
অভিনয় : সোহেল রানা ও সুবর্না মোস্তাফা


তুমি ছিলে না যখন

তুমি ছিলে না যখন
চোখে ছিল না স্বপন
ভালোবাসা ছিলো অজানা
তুমি আমার হলে, ভালোবাসা দিলে
ওগো দিলে যে সুখের.. ঠিকানা

তুমি ছিলে না যখন
চোখে ছিলো না স্বপন
ভালোবাসা ছিলো অজানা
তুমি আমার হলে, ভালোবাসা দিলে
ওগো দিলে যে সুখের.. ঠিকানা

তুমি ছিলে না যখন
চোখে ছিলো না স্বপন
ভালোবাসা ছিলো অজানা


রঙে রঙে ভরা, এই যে পৃথিবী
তুমি আছো বলে
এতো আশা দোলে, এই যে হৃদয়ে
তুমি আছো বলে
ওগো তুমি আমার, শুধু তুমি আমার
শতো অনুরাগের জোছনা

তুমি ছিলে না যখন
চোখে ছিলো না স্বপন
ভালোবাসা ছিলো অজানা
তুমি আমার হলে, ভালোবাসা দিলে
ওগো দিলে যে সুখের.. ঠিকানা

তুমি ছিলে না যখন
চোখে ছিলো না স্বপন
ভালোবাসা ছিলো অজানা


আমি চেয়ে থাকি, মুগ্ধ নয়নে
তোমার মুখের পানে
যতো কথা আছে, বন্ধু তোমাকে
বলি গানে গানে
তুমি আমার বুকে, রবে চিরো সুখে
ওগো এইতো আমার, সাধনা

তুমি ছিলে না যখন,
চোখে ছিলো না স্বপন,
ভালোবাসা ছিলো অজানা
তুমি আমার হলে, ভালোবাসা দিলে
ওগো দিলে যে সুখের.. ঠিকানা

তুমি ছিলে না যখন
চোখে ছিলো না স্বপন
ভালোবাসা ছিলো অজানা
তুমি আমার হলে, ভালোবাসা দিলে
ওগো দিলে যে সুখের.. ঠিকানা

তুমি ছিলে না যখন
চোখে ছিলো না স্বপন
ভালোবাসা ছিলো অজানা
🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷
হুম.....হুম.....
আ.....আ.....
হুম.....হুম.....
আ.....আ.....


আমার বুকের মধ্যেখানে -
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে...
সেইখানে তোমাকে আমি
রেখেছি কতনা যতনে....
তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবনা জীবনে...
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে...
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমায় কত ভালোবাসি

বোঝাব বোঝাব কেমনে...
আমার বুকের মধ্যখানে

মন যেখানে হৃদয় যেখানে...
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবনা জীবনে...
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে...
সাগরেরি টানে যেমন নদী ছুটে যায়...
সাগরেরি টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এমন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী

তুমি আশার আলো নয়নে...
আমার বুকের মধ্যেখানে

মন যেখানে হৃদয় যেখানে...
সেইখানে তোমাকে আমি
রেখেছি কতনা যতনে...
তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে...
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবনা জীবনে

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

তুমি আমার জীবন আমি তোমার
এন্ডকিশোর ও সাবিনা ইয়াসমিন


তুমি আমার জীবন

আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা, কেউ জানেনা


দু জনার দুটি বুকে,না বলা কতো ভাসা
স্বপ্ন ভরা চোখে কতনা রঙ্গিন আশা
দু জনার দুটি বুকে,না বলা কতো ভাসা
স্বপ্ন ভরা চোখে কতনা রঙ্গিন আশা
দু,জন দুজনার কত যে আপন

দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা, কেউ জানেনা


সুন্দর পৃথিবিতে বাধবো সুখেরি ঘর
জীবনের প্রতিদিনে হবে যে মধুর বাসর
সুন্দর পৃথিবিতে বাধবো সুখেরি ঘর
জীবনের প্রতিদিনে হবে যে মধুর বাসর
দু,জন দুজনার কত যে আপন

দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
দু,জন দুজনার কত যে আপন
দু,জন দুজনার কত যে আপন
কেউ জানেনা,কেউ জানেনা
তুমি আমার জীবন
আমি তোমার জীবন
তুমি আমার জীবন
আমি তোমার জীবন

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

আমি একদিন তোমায় না দেখিলে
রুনা লায়লা এবং এন্ডু কিশোর

আমি একদিন তোমায় না দেখিলে

তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে

প্রেমের ধরণ কেন গো এমন

কাছে না পেলে তোমায় লাগে যে কেমন
প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া

হে বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
ফুলের বাহার নদীর জোয়ার

রূপের মাধুরীতে আছে গো তোমার
ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে

হে তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷
কি ছিলে আমার
বলনা তুমি

আছি তো আগেরই মত
এখনো আমি..
কি ছিলে আমার.
বলনা তুমি
আছি তো আগেরই
মতো এখনো আমি
কি ছিলে আমার

ভূলে কি গেছ তুমি
বাসরেরও কথা
আজো তা রয়েছে আমার
স্মৃতিতে গাঁথা

ভূলে কি গেছ তুমি
বাসরেরও কথা
আজো তা রয়েছে আমার
স্মৃতিতে গাঁথা
কি ছিলে আমার
বলনা তুমি
আছি তো আগেরই মত
এখনো আমি।
কি ছিলে আমার...

তুমি কি আগেরই মত

এখনো হাসো
তুমি কি তেমনি করে
আমায় ভালোবাসো।

তুমি কি আগেরই মত
এখনো হাসো
তুমি কি তেমনি করে
আমায় ভালোবাসো...
কি ছিলে আমার

বলনা তুমি
আছিতো আগেরই মত
এখনো আমি...
🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

তোমার হাত পাখার বাতাসে।
শিল্পীঃ আকবর


তোমার হাত পাখার বাতাশে

প্রাণ জুড়িয়ে আসে..
কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে
থাকো আমার পাশে।
তোমার হাত পাখার বাতাসে
প্রাণ জুড়িয়ে আসে
কিছু সময় আরো তুমি,থাকো আমার পাশে,
থাকো আমার পাশে


যখন কূপি জলা রাতে

আমার থালার গরম ভাতে
পুটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে।

যখন কূপি জলা রাতে তোমার থালার গরম ভাতে
পুটি মাছের ঝোল তুলে দেই আমার আপন হাতে।
সারাদিনের কষ্ট ভূলে মনটা আমার হাসে..

মনটা আমার হাসে।
তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে

কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে
থাকো আমার পাশে।।

আপলোডেড বাই@ সাদিক আহমদ

আমার ছোট্র ভাঙা ঘরে যেন চাদের আলো ঝরে

ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের পরে।

আমার ছোট্র ভাঙা ঘরে যেন চাদের আলো ঝরে
ঘুমাই যখন মাথা রেখে তোমার বুকের পরে
মনটা আমার স্বপ্ন হয়ে চাদের খেয়ায় ভাসে

চাদের খেয়ায় ভাসে।
তোমার হাত পাখার বাতাসে

প্রাণ জুড়িয়ে আসে..
কিছু সময় আরো তুমি,
থাকো আমার পাশে,
থাকো আমার পাশে
তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে
কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে
থাকো আমার পাশে।।

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

এ জীবন কেন এত রং বদলায়
Kumar Sanu[A Jibon Keno Eto Rong Bodlay]


এ জীবন কেনো এত রং বদলায়

কখনও কালো মেঘ কখনও ঝড়ো বেগ
কখনও প্রেমের আবেগ এসে নিজেকে জড়ায়

এ জীবন কেনো এতো রং বদলায়
কখনও কালো মেঘ কখনও ঝড়ো বেগ
কখনও প্রেমের আবেগ এসে নিজেকে জড়ায়

এ জীবন কেনো এতো রং বদলায়


যা দেখি মনে ধরে রাখি
যা দেখিনা পথ চেয়ে থাকি

হো ,,,যা দেখি মনে ধরে রাখি
যা দেখিনা পথ চেয়ে থাকি
যতই সুখ চাই ,ততই ব্যথা পাই
জানিনা জীবন গিয়ে কোথায় দাঁড়ায়
এ জীবন কেনো এতো রং বদলায়

এ জীবন কেনো এতো রং বদলায়

স্মৃতিরা কেনো পিছু ডাকে
না পাওয়ারই ব্যথার ছবি আঁকে

হো ,,স্মৃতিরা কেনো পিছু ডাকে
না পাওয়ারই ব্যথার ছবি আঁকে
যতই ফিরে চাই,কোথাও কিছু নাই
ফেলে আসা দিনগুলো আমারে কাঁধায়
এ জীবন কেনো এতো রং বদলায়
কখনও কালো মেঘ কখনও ঝড়ো বেগ
কখনও প্রেমের আবেগ এসে নিজেকে জড়ায়

এ জীবন কেনো এতো রং বদলায়

এ জীবন কেনো এতো রং বদলায়
🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷 

১) পাখিরে উড়ে যা এখান থেকে বহু দূরে


জহির আহমেদ

পাখিরে, 
উড়ে যা..উড়ে যা
এখান থেকে বহু দূরে
যেখানে মানুষের নেই ক্রন্দন 
যেখানে জীবনের নেই বন্ধন
সেই একটু স্বস্তি পেতে আমার এ মন কেঁদে মরে রে 
পাখিরে, উড়ে যা এখান থেকে বহু দূরে। 

ছিল প্রেম প্রীতি ভরা এ ই বিশ্ব 
আজ হাজারো কাজের ভীড়ে সবি হলো নিঃস্ব II
সুন্দর সুখ নীড়ে অশান্তি এলো ঘিরে 
শত আশা ধুকে ধুকে পুড়ে মরে রে 
পাখিরে..উড়ে যা,
এখান থেকে বহু দূরে। 

এই জীবনে মরণ যদি সত্য
তবু হিংসা মায়ায় লোভে হয়ে গেলি মত্ত II
তাই যেতে চাই ফিরে ধরনীর বুক ছেড়ে 
চিরজনমের তরে পরপারে রে 
পাখিরে,
উড়ে যা এখান থেকে বহু দূরে। 

যেখানে মানুষের নেই ক্রন্দন 
যেখানে জীবনের নেই বন্ধন
সেই একটু স্বস্তি পেতে আমার এ মন কেঁদে মরে রে  
পাখিরে উড়ে যা এখান থেকে বহু দূরে।
🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷
২) কত রাত আমার …

জহির আহমেদ


কত রাত আমার,
ভেসে গেছে আঁখি জলে।
কত দিন আমার,
কেটে গেছে বিফলে!

কত রাত আমার,
ভেসে গেছে আঁখি জলে।
কত দিন আমার,
কেটে গেছে বিফলে!
কত রাত আমার...
কত ব্যাথা বুকে চেপে রেখেছি।

বলিনি কারো কাছে,
নীরবে নীরবে কেঁদেছি।
কত ব্যাথা বুকে চেপে রেখেছি।
বলিনি কারো কাছে,
নীরবে নীরবে কেঁদেছি।
ফিরেবে না জানি তুমি এই ভূবনে।
ফিরেবে না জানি তুমি এই ভূবনে।
গিয়েছ যে চিরতরে চলে।

কত দিন আমার,

কেটে গেছে বিফলে!
কত রাত আমার,
ভেসে গেছে আঁখি জলে।
কত দিন আমার,
কেটে গেছে বিফলে!
কত রাত আমার।।।।।
জানি না এ কোন অভিশাপ।

কোন সে পাপের ভুলে,
নীরবে করি যে বিলাপ।
জানি না এ কোন অভিশাপ।
কোন সে পাপের ভুলে,
নীরবে করি যে বিলাপ।
তোমার সমাধি আজ,
সবুজ ঘাসে ঘাসে।
তোমার সমাধি আজ,
সবুজ ঘাসে ঘাসে।
ছেয়ে গেছে নিবিড় বনতলে।

কত দিন আমার,
কেটে গেছে বিফলে!
কত রাত আমার,
ভেসে গেছে আঁখি জলে।

কত দিন আমার,
কেটে গেছে বিফলে!
কত রাত আমার।।।
🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷
৩) ভালোবাসা হয় যদি অপরাধ
শিল্পীঃ-জহির আহমেদ
ভালোবাসা হয় যদি অপরাধ

তবে দু'জনেই সম-অপরাধী
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি
ভালোবাসা হয় যদি অপরাধ
তবে দু'জনেই সম-অপরাধী
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি
নদীতে বাতাস বিনা ঢেউ জাগে না....
হৃদয়ে হৃদয় বিনা প্রেম আসে না
------------------------

নদীতে বাতাস বিনা ঢেউ জাগে না....
হৃদয়ে হৃদয় বিনা প্রেম আসে না
বাদী যদি হও আমি,হবো সমবাদী
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি
ভালোবাসা হয় যদি অপরাধ
তবে দ'জনেই সম-অপরাধী
কাঁদবে তুমিও যদি আমি কাঁদি
বিনা মেঘে বৃষ্টি কভু হয় না.....
আশা হীন ভালোবাসা কভু রয় না
-----------------------------

বিনা মেঘে বৃষ্টি কভু হয় না.....
আশা হীন ভালোবাসা কভু রয় না
ভুলে যেতে চাও যদি,প্রেমও ডোরে বাঁধি
কাঁদবে তুমিও যদি, আমি কাঁদি
ভালোবাসা হয় যদি অপরাধ
তবে দু'জনেই সম-অপরাধী
কাঁদবে তুমিও যদি, আমি কাঁদি
🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷
৪) শিল্পি: জহির আহমেদ

যদি সব সাগরের জল কালি হত
যদি পৃথিবীর সব গাছ লিখনী হত
আর সারাটি জীবন যদি লিখে
যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা
লেখা শেষ হতোনা।
যদি আকাশের চাঁদ হাতে তুলে
দিতাম
যদি তাঁরায় সাজানো মালা
গলায় দিতাম ।।
আর পৃথিবীর ফুল তব পথে ছড়াতাম
তবু তোমার আমার প্রেমের
কাছে
কিছু দেয়া হতোনা।
যদি শাহজাহান হয়ে তাজমহল
দিতাম
যদি স্বর্ণ পাহাড় এনে তোমায়
দিতাম
আর সূর্য্যমুখীর মত চেয়ে দেখতাম
তবু আমার এই চোখ ক্লান্ত হত
দেখা শেষ হতোনা।

🌿♪♥♪🌷♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🔆♪♥♪🌿♪♥♪🌷

৫) তোমাকে হারাতে যদি হয়


- জহির আহমেদ
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয় ।
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয় ।
ভাবি আজ দুজনার কেনো হলো পরিচয় ।
কেনই বা হৃদয়ে জাগে সংশয়,
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
সে পাওয়ার নেই কোনো দাম,
আঁখি জলে হয় যার পরিনাম ।
সে পাওয়ার নেই কোনো দাম,
আঁখি জলে হয় যার পরিনাম ।
ভালোবেসে শেষে যদি হয় পরাজয় ।
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
এ জীবনে পেয়েছি তোমায়,
ভুলিবেনা কখনো কভু আমায় ।
এ জীবনে পেয়েছি তোমায়,
ভুলিবেনা কখনো কভু আমায় ।
কথা দাও হয় যেনো শুভ পরিনয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
ভাবি আজ দুজনার কেনো হলো পরিচয়
কেনই বা হৃদয়ে জাগে সংশয়,
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়
তোমাকে হারাতে যদি হয়
লাগে মনে এই ভয়

Post a Comment

0 Comments