রমজানের দৈনিক রুটিন

  •  রমাদ্বান প্লান (Ramadan Plan)
  • এটাই হোক আমাদের সর্বোত্তম রমাদ্বান
    আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিতঃ
    রাসূল (সঃ) বলেন, আল্লাহ বলেনঃ আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য  কেবল সাওম ছাড়া, কেননা নিশ্চয়ই তা আমারই জন্য আর আমিই এর প্রতিদান দিব।
    সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুিট আনন্দ, একটি আনন্দ তার ইফতারের মহুূর্তে আর একটি আনন্দ তার রবের সাথে সাক্ষাতের মহুূর্তে তখন সে তার সিয়াম নিয়ে সন্তুুষ্ট হবে। [আল বখুারী]

    রমাদ্বান বিষয় সূচী
    সালাত (সুন্নাহ)

    আয়েশা (রা:) বণর্না করেন যে রাসলূ বলেন, যে ব্যক্তি দিবারাত্রিতে ১২ রাক‘আত সালাত আদায় করে, তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হবে। যোহরের পূর্বে ৪, পরে ২, মাগরিবের পরে ২, এশার পরে ২ ও ফজরের পূর্বে ২ । [তিরমিযী]

    সালাত (তারাবী)

    যে ব্যক্তি রমাদ্বানের রাত্রিতে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রাত্রির সালাত আদায় করে, তার অতীতের সকল  ̧নাহ ক্ষমা করে দেয়া হবে। [আল বখুারী]

    কুরআন তেলওয়াত

    সালাতের সময়কে ঘিরে ইবাদতের বিভিন্ন কমর্সূিচ শিডিউল করুন, যেমন- প্রত্যেক ফরজ সালাতের পর ২ পাতা করে কুরআন তিলাওয়াত করুন = ১ দিনে ১ পারা।

    রমজান মাসের আমল

    প্রতিদিনের চেকলিস্ট

    সকাল-সন্ধ্যার যিকিরের জন্য আপনি হিসনুল মুসলিম বইটি অথবা অ্যাপ, উম্মাহ ওয়েলফেয়ার, ট্রাস্টের দৈনিক যিকির কিংবা কুরআন-সুন্নায় বর্ণিত অন্যান্য বই/অনলাইন রেফারেন্স পড়তে পারেন।

    আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে প্রিয়, যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয়। [আল বখুারী]

    আমলের কিছু বিষয় তুলে ধরা হলো - 

    ☑️☑️ যিক্‌রের ফযীলত ও সকাল সন্ধ্যার যিকির

    ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকিরঃ 

    সালাম ফিরানোর পর যিকরসমূহ

    أَسْتَغْفِرُ اللّٰهَ

    (আস্তাগফিরুল্লা-হ)

    আমি আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করছি।

    اَللّٰهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ

    (আল্লা-হুম্মা আনতাস্ সালা-মু ওয়া মিনকাস্ সালা-মু তাবা-রক্তা ইয়া যালজালা-লি ওয়াল-ইকরা-ম)

    হে আল্লাহ! আপনি শান্তিময়। আপনার নিকট থেকেই শান্তি বর্ষিত হয়। আপনি বরকতময়, হে মহিমাময় ও সম্মানের অধিকারী!

    সুবহানাল্লাহ - আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি (৩৩ বার), আলহামদুলিল্লাহ - সকল প্রশংসা আল্লাহর (৩৩ বার), আল্লাহ আকবর - আল্লাহ সর্বশক্তমিান (৩৩ বার) পড়ুন। 

    তারপর বলবে, 

    لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى

    كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

    (লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হাম্‌দু ইয়ুহ্‌য়ী ওয়াইয়ূমীতু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)

    একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তাঁর। তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন। আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান

    (যে ব্যক্তি প্রতি নামাযের পরে এটা বলবে, তার পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মত হয়।)

    আয়াতুল কুরসী (আল বাক্বরা, ২:২৫৫), আল ইখলাস (১ বার), আল ফালাক (১ বার), আন নাস (১ বার) পড়ুন । ফজর ও মাগরিব সালাতের পর ৩ বার পড়ুন।

    আয়াতুল কুরসি: সূরা আল-বাকারাহ্‌ ২৫৫

    أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

    (আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম)

    বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

    اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡحَـىُّ الۡقَيُّوۡمُ

    (আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূমু)

    আল্লাহ্, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ্ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক।

    لَا تَاۡخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوۡمٌ

    (লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম।)

    তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও নয়।

    لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ

    (লাহূ মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্বি।)

    আসমানসমূহে যা রয়েছে ও যমীনে যা রয়েছে সবই তাঁর।

    مَنۡ ذَا الَّذِىۡ يَشۡفَعُ عِنۡدَهٗۤ اِلَّا بِاِذۡنِهٖ

    (মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ ইল্লা বিইযনিহী।)

    কে সে, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করবে?

    يَعۡلَمُ مَا بَيۡنَ اَيۡدِيۡهِمۡ وَمَا خَلۡفَهُمۡ

    (ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খালফাহুম।)

    তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন।

    وَلَا يُحِيۡطُوۡنَ بِشَىۡءٍ مِّنۡ عِلۡمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ

    (ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমিহী ইল্লা বিমা শাআ।)

    আর যা তিনি ইচ্ছে করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না।

    وَسِعَ كُرۡسِيُّهُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ

    (ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব।)

    তাঁর ‘কুরসী’ আসমানসমূহ ও যমীনকে পরিব্যাপ্ত করে আছে;

    وَلَا يَـــُٔوۡدُهٗ حِفۡظُهُمَا

    (ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা)

    আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁর জন্য বোঝা হয় না।

    وَهُوَ الۡعَلِىُّ الۡعَظِيۡمُ

    (ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযীম)

    আর তিনি সুউচ্চ সুমহান।

    সূরা আল-বাকারাহ্‌, ২৫৫। যে ব্যক্তি সকালে তা বলবে সে বিকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে, আর যে ব্যক্তি বিকালে তা বলবে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে।

    ☑️ সকালের যিকিরঃ

    ☑️ সন্ধ্যার যিকিরঃ

    ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুনঃ (উদাহরণ) কারো সাথে হেসে কথা বলুন, কাউকে ক্ষমা করুন, সাক্ষাতে লোকদের সালাম দিন, গীবত থেকে বিরত থাকুন, আপনার লাঞ্চের টাকা কাউকে দান করুন, বিনয়ী আচরণ দিয়ে কাউকে মুগ্ধ করুন, আপনার রাগ এবং জিহবাকে নিয়ন্ত্রণ করুন, কারো সাথে একটি দু’আ শেয়ার করুন, কোনো ময়লা তুলুন এবং ডাস্টবিনে ফেলুন, আপনার পিতা-মাতা/পরিবারের অন্যান্য সদস্যদরে জন্য দু’আ করুন, পাখি কিংবা অন্যান্য কোন প্রাণীদরে কিছু খাবার বা পানি দিন, কাউকে তাদের ছোট ছোট কাজে সাহায্য করুন, কাউকে সুন্দর কিছু বলুন, কথা হয় না এমন কোনো আত্মীয়ের সাথে কিছুক্ষণের জন্য ফোনে কথা বলুন বা ম্যাসজে দনি, কাউকে ইফতার করানোর জন্য পানীয় সরবরাহ করুন কিংবা প্রস্তুত করুন।

    ☑️ ঘুমের পূর্বের যিকিরঃ

    সুবহানাল্লাহ - আল্লাহর পবিত্রতা ঘোাষণা করছি (৩৩ বার), আলহামদুলিল্লাহ - সকল প্রশংসা আল্লাহর (৩৩ বার), আল্লাহ আকবর - আল্লাহ সর্বশক্তমিান (৩৪ বার) পড়ুন।

    আয়াতুল কুরসী (আল বাক্বরা, ২:২৫৫), আল ইখলাস (৩ বার), আল ফালাক (৩ বার), আন নাস (৩ বার) পড়ুন ।

    সুরা আল বাকারার ২৮৫-২৮৬ নং আয়াত পাঠ করুনঃ

    রমাদ্বানের প্রতিদিনের আমল

  •  ১ম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি প্রত্যেক মুমিন নর-নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ প্রত্যেক মুমিন নর-নারীর জন্য তাকে একটি করে সওয়াব দিবেন। [তাবারানী]

    ☑️ দিনের কাজঃ আল্লাহর  সন্তুুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন এবং সৎকাজ করার জন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি এবং ১ বা ২ মিনিট নিই আল্লাহর কাছে সকল মুমিনের জন্য ক্ষমা প্রাথর্নার উদ্দেশ্যে।

    ☑️ দিনের দু’আঃ 

       رَبَّنَا اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِلۡمُؤۡمِنِیۡنَ یَوۡمَ یَقُوۡمُ الۡحِسَابُ

    (রব্বানাগফিরলী ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিছা-ব)

    হে আমাদের রব, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে হিসাব-নিকাশের দিন ক্ষমা করুন।

    [ সুরা ইবরাহীম, ১৪:৪১ ]

  •  ২য় রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পাঠ করবে তার একটি নেকি হবে আর প্রতিটি নেকি দশ গুণ (বাড়ান হয়)। আলিফ লাম-মীমকে একটি অক্ষর বলব না। বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর ও মীম একটি অক্ষর। [তিরমিযী]

    ☑️ দিনের কাজঃ প্রত্যেক সালাতের পর যে ব্যক্তি সবুহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার এবং লা- লা-হা ইল্লাল্লাহু ওয়া‘হদাহূলা- শারীকা লাহূলাহুল মলুকু ওয়া লাহুল ‘হামদুওয়া হুওয়া ‘আলা- কুল্লিশাই ইন ক্বদীর বলে ১০০ বার পর্ণূকরে তার পাপরাশি ক্ষমা করে দেয়া হয় যদিও তা সমুদ্রের ফেনা রাশির মত হয়। [মসুলিম]

    ☑️ দিনের দু’আঃ 

    কৃপণতা, কাপুরুষতা, বার্ধক্য এবং ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোআ

    اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ

    (আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল বুখলি, ওয়া ‘আউযু বিকা মিনাল জুবনি, ওয়া আ‘উযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল্ ‘উমুরি, ওয়া আ‘ঊযু বিকা মিন্ ফিতনাতিদ দুনইয়া ও আযা-বিল ক্বাবরি)

    হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই কৃপণতা থেকে, আপনার আশ্রয় চাই কাপুরুষতা থেকে, আপনার আশ্রয় চাই চরম বাধর্ক্যে উপনীত হওয়া থেকে, আর আপনার আশ্রয় চাই দুিনয়ার ফিতনা ও কবরের আযাব থেকে। 

    [আল বখুারী]

  •  ৩য় রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান কর, তাহলে তিনি তোমাদের জন্য তা বহুগুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ গুণগ্রাহী, সহনশীল। [সুরা আত-তাগাবুন, ৬৪:১৭]

    ☑️ দিনের কাজঃ মসজিদ, মাদরাসা নির্মাণ কিংবা যে কোনো দাতব্য উদ্দেশ্যে দান করুন যদি তা সামান্য পরিমাণেও হয়। আপনি আপনার শক্তিও ব্যয় করতে পারেন আপনার বাড়ি, মসজিদ, পুরনো থাকার জায়গা কিংবা এতিমখানা পরিষ্কারকরণে।

    ☑️ দিনের দু’আঃ 

    কবর ও জাহান্নামের আযাব এবং জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোআ اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ

    (আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল)

    হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে [মুসলিম]

  •  ৪র্থ রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করে সে ব্যক্তির জন্য নিযুক্ত একজন ফেরেশতা (আল্লাহর কাছে দু‘আ পৌঁছানোর জন্য) বলে আমিন এবং তোমার জন্যও তাই। [মুসলিম]

    ☑️ দিনের কাজঃ আপনার অন্তরকে পরিশুদ্ধ করুন এবং রহমত ও কল্যাণের জন্য দু‘আ করুন আপনি যাদেরকে ভালবাসেন এবং যারা আপনাকে কষ্ট দেয়।

    ☑️ দিনের দু’আঃ 

    رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِي وَثَبِّتْ حُجَّتِي وَاهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِي وَاسْلُلْ سَخِيمَةَ قَلْبِي
    হে আমার রব, আমার তওবা কবুল করুন, আমার পাপকে ধুয়ে মুছে দিন, আমার দু'আ কবুল করুন। আমার প্রাণ দৃঢ় করুন, আমার অন্তরকে হেদায়েত দান করুন, আমার জিহ্বাকে ঠিক রাখুন এবং আমার অন্তর থেকে হিংসা দূরীভূত করুন। [আবু দাঊদ]
  •  ৫ম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বৎসরের দরূত্বেনিয়ে যান। [মসুলিম]

    ☑️ দিনের কাজঃ সিয়াম পালনকারী কিংবা খাদ্যের অভাবে আছে এমন কারো জন্য খাদ্য/পানীয় সরবরাহ করুন বা প্রস্তুত করুন। জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করুন একটি খেজুর দিয়ে হলেও। [মসুলিম]

    ☑️ দিনের দু’আঃ 

    اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَطْعَمَنِيْ هٰذَا، وَرَزَقَنِيْهِ، مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ

    (আলহামদু লিল্লা-হিল্লাযী আত‘আমানী হা-যা ওয়া রাযাকানীহি মিন গাইরি হাউলিম মিন্নী ওয়ালা কুওয়াতিন)

    সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমাকে এ আহার করালেন এবং এ রিযিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, ছিল না কোনো শক্তি-সামর্থ্য।
  •  ৬ষ্ঠ রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যার চরিত্র সুন্দর। [আল বুখারী]

    ☑️ দিনের কাজঃ ভদ্রতা ও উদারতা দিয়ে আপনার পিতা-মাতা/ স্বামী-স্ত্রী/ সন্তান/ ভাই-বোনদের মূল্যায়ন করুন। তাদের কোনো প্রয়োজনে সাহায্য করুন।তাদের জন্য ক্ষমা, রহমত বর্ষন এবং জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করুন।

    ☑️ দিনের দু’আঃ 

    اللهم اهدني لأحسن الأعمال أحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت وقني شيئ الأعمال وسيئ الأخلاق لا يقي سيئها إلا أنت

        
    হে আলাহ, আমাকে সর্বোত্তম কাজ ও চরিত্রের দিকে হিদায়েত দিন। আপনি ছাড়া আর কেউ এই ব্যাপারে হিদায়েত দিতে পারবে না। আর আমা হতে নিকৃষ্ট কাজ ও চরিত্রকে ফিরিয়ে রাখুন। আপনি ছাড়া আর কেউ তা ফিরিয়ে রাখতে পারবে না। [আন নাসাই]
  •  ৭ম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই, যারা মানুষের জন্য সর্বাধিক উপকারী। [আহমাদ]

    ☑️ দিনের কাজঃ ইসলাম, আল-কুরআন এবং সুন্নাহর উপর কোন তথ্য বা ভিডিও শেয়ার করুন যা দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণ কর।

    দিনের দু' আ শেয়ার করুন।

    ☑️ দিনের দু’আঃ 

    শুকরিয়া জ্ঞাপন এবং কবুল আমলের প্রার্থনা [২৭:১৯]

    رَبِّ اَوۡزِعۡنِىۡۤ اَنۡ اَشۡكُرَ نِعۡمَتَكَ الَّتِىۡۤ اَنۡعَمۡتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنۡ اَعۡمَلَ صَالِحًـا

    تَرۡضٰٮهُ وَاَدۡخِلۡنِىۡ بِرَحۡمَتِكَ فِىۡ عِبَادِكَ الصّٰلِحِيۡنَ

    (রব্বি আওযি’নীয় আন্ আশ্কুরা নি’মাতাকাল্লা তীয় আন্‘আম্তা ‘আলাইয়্যা অ‘আলা- ওয়া-লিদাইয়্যা অআন্ আ’মালা ছোয়া-লিহান্ র্তাদ্বোয়া-হু অ আদ্খিল্নী বিরহমাতিকা ফী ‘ইবা-দিকাছ্ ছোয়া-লিহীন্।)

    হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর

  •  ৮ম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ বিচারের দিন আমার কাছে (নবী (সা:) সবচেয়ে নিকটবর্তী হবে তারা, যারা আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ (দু’আ) পেশ করবে। [তিরমিযী]

    ☑️ দিনের কাজঃ রাসূল (সা:)- এর জন্য দরুদ (দু’আ) পাঠ করুন যতবার সম্ভব এবং চেষ্টা করুন এটিকে আপনার প্রতিদিনের রুটিনে অন্তুর্ভুক্ত করতে । নবী (সা:) বলেন, যে আমার প্রতি একবার দরুদ (দু’আ) পেশ করে আল্লাহ তার উপর দশ বার রহমত বষর্ণ করেন । [আন-নাসাই]

    ☑️ দিনের দু’আঃ 

    শুকরিয়া জ্ঞাপন এবং কবুল আমলের প্রার্থনা [২৭:১৯]

    رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوۃِ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ ٭ۖ رَبَّنَا وَ تَقَبَّلۡ دُعَآءِ

    (রব্বিজ আলনী মুকীমাসসালা-তি ওয়ামিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দু'আই)

    হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে পালনকর্তা, আপনি দু'আ কবলু করুন। [সরুা ইবরাহীম, ১৪:৪০]

  •  ৯ম রমাদ্বান
  • ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ হারিসা বিন ওয়াহাব বণর্না করেন যে, রাসলূ (সা:) বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের সম্পর্কেবলে দিব না? প্রত্যেক দবুর্ল এবং নিপীড়িত ব্যক্তি। আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের সম্পর্কে বলে দিব না? প্রত্যেক কঠোর, অহংকারী ও উদ্ধত ব্যক্তি। [ইবনে মাজাহ]

    ☑️ দিনের কাজঃ কাউকে সালাম দিন এবং নম্রতা ও ভদ্রতার সাথে কথা বলুন।  গীবত বা কারো সাথে ককর্শ ভাষা পরিহার করুন।

    ☑️ দিনের দু’আঃ

    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ

    উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি।’

    অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় চাই।’ (তিরমিজি)

    সুতরাং তথ্য প্রযুক্তিসহ দুনিয়ার যাবতীয় অশ্লীলতা থেকে মুক্ত থাকতে কুরআন-সুন্নাহর দিক-নির্দেশনা পালনের পাশাপাশি প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়া ও আমল অত্যন্ত জরুরি।

  •  ১০ম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি তার কোনো ভাইকে অপমান করেছে বা জলুমু করেছে তার উচিত আজ ইহকালেই তার নিকট থেকে ক্ষমা নিয়ে নেয়া, ঐ দিন আসার আগেই যে দিন কোনো দিনার বা দিরহাম থাকবে না। তবে যদি তার কোনো নেক আমল থাকে তাহলে তার জলুমু বা অপমান পরিমাণে তার নেকীর সাথে তা বিনিময় করা হবে। আর অপমানকারী বা জালিমের যদি কোনো নেকী না থাকে, তাহলে মাজলুেমর গুনাহ জালিমের উপর চাপিয়ে দেয়া হবে। [আল বখুারী]

    ☑️ দিনের কাজঃ যাদের সাথে ভুল হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করুন। যদি তা করতে না পারেন, তাহলে তাদের পক্ষে দান-সদাকা করুন এবং তাদের জন্য দু’আ করুন।

    ☑️ দিনের দু’আঃ

     اَفَاَصۡفٰىکُمۡ رَبُّکُمۡ بِالۡبَنِیۡنَ وَ اتَّخَذَ مِنَ الۡمَلٰٓئِکَۃِ اِنَاثًا ؕ اِنَّکُمۡ لَتَقُوۡلُوۡنَ قَوۡلًا عَظِیۡمًا 

    উচ্চারণ : আফাআসফা-কুম রব্বাকুম বিলবানিনা ওয়াত্তাখজা মিনাল মালাইকাতি ইনা-ছান ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আজীমা।

    হে আমার  প্রতিপালক, আপনি আমাকে কল্যাণসহ প্রবেশ করান এবং কল্যাণসহ বের করুন। আর আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি [সুরা আল-ইসরা, ১৭:৪০]

  •  ১১ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ এই দুিনয়া মুমিনের জন্য একটি জেলখানা এবং কাফিরদের জন্য একটি জান্নাত। [সুনানে ইবনে মাজাহ]

    ☑️ দিনের কাজঃ ১০০ বার পড়নুঃ

    أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ

    উচ্চারণ : ‘ আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি ‘

    আমি আল্লাহর নিকট ক্ষমা প্রাথর্না করছি এবং তারঁ নিকটই তওবা করছি।

    ☑️ দিনের দু’আঃ

     - اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

    উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকিশ শিক্বায়ি ওয়া সুয়িল কাদ্বায়ি ওয়া শামাতাতিল আদায়ি।’ (বুখারি)
    অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, বিপদ-আপদের দুর্বিষহ অসুবিধা থেকে, দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে, ভ্রান্ত সিদ্ধান্ত থেকে এবং শত্রুতার আনন্দ থেকে।’
  •  ১২ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ ফেরেশতাদের কাতারের মতো তোমাদের কাতার সোজা কর। কাঁধগুলো সমান কর, তোমাদের মাঝের ফাকঁ বন্ধ কর এবং তোমাদের ভাইদের জন্য সদয় ও নম্র হও এবং শয়তানের জন্য কোনো জায়গা খালি ছেড়ো না। যে কাতার সংযুক্ত করে, আল্লাহ তার অন্তরকে সংযুক্ত করবেন (তাঁর দয়া দ্বারা)। [মসু নাদে আহমাদ]

    ☑️ দিনের কাজঃ জামা‘আতে সালাত আদায় করুন। কাতার সোজা করুন এবং যখন কাতার সোজা করবেন তখন আপনার ভাই/বোনদের প্রতি সদয় হোন।

    ☑️ দিনের দু’আঃ

     رَّبِّ اغۡفِرۡ وَ ارۡحَمۡ وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ

    উচ্চারণ : রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খইরুর রহিমীন
    অর্থ : 
    হে আমার রব, আপনি ক্ষমা করুন ও রহমত বষর্ণ করুন। আপনিইতো সর্বোত্তম দয়ালু [ আল-মুমিনুন, ২৩:১১৮]

  •  ১৩ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি এশার সালাত জামা‘আতে পড়ল, সে যেন অধর্রাত্রি সালাতে কাটাল এবং যে ব্যক্তি ফজরের সালাত জামা‘আতে পড়ল, সে যেন সমস্ত রাত্রি সালাতে অতিবাহিত করল। [মসুলিম]

    ☑️ দিনের কাজঃ ফজর ও এশার সালাত জামা‘আতে আদায় করুন, মসজিদে পড়া বাঞ্ছনীয়।

    ☑️ দিনের দু’আঃ

    اللّهُمَّ أَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ  

    উচ্চারণ : ‘আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়াহুসনি ইবাদাতিক'
    অর্থ : 
    হে আল্লাহ! আপনার জিকিরআপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। -মুসনাদে আহমাদহাদীস ২২১১৯সুনানে আবু দাউদহাদীস ১৫২৪

    হাদীসের বাণী সূর্যালোকের ন্যায় পরিষ্কারআল্লাহ তাআলার যিকির আর তাঁর সুন্দর ইবাদতের মতো তাঁর শোকর ও কৃতজ্ঞতা আদায়ও আমাদের ইসলামে এক পরম কাঙ্খিত বিষয়।

  •  ১৪ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের আয়াতঃ আর যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। [সুরা ইবরাহীম, ১৪:৭]

    ☑️ দিনের কাজঃ আপনি যে অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন তার প্রতিফলন ঘটান এবং অনুগ্রহের জন্য আল্লাহর পশ্রংসা করুন। মুখে আলহামদুলিল্লাহ বলনু এবং যেভাবে আল্লাহ সন্তুষ্ট হন সেভাবে আপনার সম্পদ/জ্ঞান / শক্তি ব্যবহার করুন।

    ☑️ দিনের দু’আঃ

    رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

    উচ্চারণঃ রব্বানাআ-তিনা-ফিদ্দুনইয়া-হাছানাতাঁও ওয়া ফিল আ-খিরাতি হাছানাতাঁও ওয়া কিনা-‘আযা-বান্না-র [সুরা বাকারাহ -২ঃ২০১]
    অর্থ : 
    হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দান কর দুনিয়ায়ও কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর [মুফতী তাকী উসমানী]

  •  ১৫ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি জ্ঞানাজর্নের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। [তিরমিযী]

    ☑️ দিনের কাজঃ কুরআনের কিছুআয়াতের তাফসীর পড়ুন এবং অথের্র উপর তাদাব্বুর (চিন্তা) করুন। পঠিত কোনো বিষয় পরিবারের সদস্য বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন।

    ☑️ দিনের দু’আঃ

    رَّبِّ زِدۡنِیۡ عِلۡمًا

    উচ্চারণ : রব্বি যিদনি ইলমা
    অর্থ : হে আমার রব, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। [সুরা ত্বহা, ২০:১১৪]

  •  ১৬ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ বান্দা স্বীয় প্রভুর সর্বাধিক নিকটে পৌঁছে যায়, যখন সে সিজদায় রত হয়। অতএব তোমরা ঐ সময় বেশি বেশি প্রাথর্না কর। [মসুলিম]

    ☑️ দিনের কাজঃ সালাতের জন্য আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করুন, উত্তমরূপে ওজু করার প্রতি গুরুত্ব দিন এবং এমনভাবে সালাত আদায় করুন যেন আল্লাহ আপনার সামনে।

    ☑️ দিনের দু’আঃ

    হজরত আবদুল্লাহ ইবনু আম‌র রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-
    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ

    উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ক্বাল্‌বিন লা ইয়াখশায়ু’; ওয়া দুআয়িন লা ইয়ুসমায়ু; ওয়া মিন নাফসিন লা তাশবায়ু; ওয়া মিন ইলমিন লা ইয়াংফায়ু; আউজুবিকা মিন হাউলায়িল আরবায়ি।'

    অর্থ : 'হে আল্লাহ! তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন মন থেকে যা (তোমার ভয়ে) ভীত হয় না; এমন দোয়া থেকে যা শোনা হয় না (প্রত্যাখ্যান করা হয়); এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন জ্ঞান থেকে যা কাজে আসে না। তোমার কাছে আমি এ চার জিনিস থেকে আশ্রয় চাই।' (তিরমিজি, তালিকুর রাগিব, আবু দাউদ) 

    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ৪টি বিষয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করতেন। যে বিষয়গুলো সবার জন্য অকল্যাণ। উম্মতে মুহাম্মাদির জন্য এ দোয়াটি খুবই জরুরি।

  •  ১৭ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ প্রতিদিন আসমান থেকে দুজন ফেরেশতা নেমে আসেন এবং তাদের একজন বলেন, ‘হে আল্লাহ, যে আপনার উদ্দেশ্যে ব্যয় করে তার সম্পদ বৃিদ্ধ করুন।’ এবং অপরজন (ফেরেশতা) বলেন, ‘হে আল্লাহ কৃপণের সম্পদ ধ্বংস করুন।’ [আল বখুারী]

    ☑️ দিনের কাজঃ অভাবী কিংবা সিয়াম পালনকারীর ইফতারের উদ্দেশ্যে দেয়ার জন্য কিছু খাদ্য বা পানীয় প্রস্তুত করুন বা ব্যবস্থা করুন এমনকি যদি এক গ্লাস পানি দিয়েও হয়।

    ☑️ দিনের দু’আঃ

    উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দো'আ

    তিন বার সকালবেলা বলবে,

    اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا

    উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফে‘আন ওয়া রিয্‌কান তাইয়্যেবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান

    অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি।


  •  ১৮ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ মাইয়েতের সাথে তিনজন যায়। দুজন ফিরে আসে ও একজন থেকে যায়। তার পরিবার ও মাল ফিরে আসে। কেবল আমল তার সাথে থেকে যায়। [আল বখুারী]

    ☑️ দিনের কাজঃ নিচের দু‘আটি পরিবারের সদস্য কিংবা বন্ধবুান্ধবদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিন পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করুন। “যিনি দীনশিক্ষা দান করেন, তার জন্য যারা তার অনসু রণ করবে, তাদের সমপরিমাণ সওয়াব রয়েছে, অথচ তাদের সওয়াব থেকে কোনো কিছইু হ্রাস করবে না।” [ সুনানে ইবনে মাজাহ ]

    ☑️ দিনের দু’আঃ

    হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক পরিমাণে এ দোয়াটি পড়তেন-
    - يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
    উচ্চারণ : ‘ইয়া মুকাল্লিবাল কুলুবি, ছাব্বিত কালবি আলা দ্বীনিকা।’
    অর্থঃ ‘হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অবিচল রাখুন।’

  •  ১৯ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে বাতিল কথা ও কাজ এবং মর্খূতাপূর্ন আচরণ পরিত্যাগ করল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। [আল বখুারী]

    ☑️ দিনের কাজঃ খারাপ কথাবার্তা এড়িয়ে চলুন হোক মৌখিকভাবে কিংবা কোনো টেক্সটের মাধ্যমে।

    ☑️ দিনের দু’আঃ

    পাপ করার পর ক্ষমা প্রার্থনা [৭:২৩]

    رَبَّنَا ظَلَمۡنَاۤ اَنۡفُسَنَا وَاِنۡ لَّمۡ تَغۡفِرۡ لَـنَا وَتَرۡحَمۡنَا لَـنَكُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِيۡنَ

    উচ্চারণঃ রব্বানা- জোয়ালাম্না- আন্ফুসানা- অইল্লাম গফিরলানা-ওয়াতারহাম্না-লানাকূনান্না মিনাল খ-সিরীন।

    অর্থঃ হে আমাদের রব, আমরা নিজদের উপর যুল্‌ম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব [সুরা আল-আরাফ, ৭:২৩]

  •  ২০ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তার জন্য সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব থাকবে। কিন্তু এর ফলে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিযী, হাদীস: ৮০৭)
    ☑️ দিনের আয়াতঃ
    قُلْ يُعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَّحْمَةِ اللَّهِ إنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ [ الزمر :٥٣] বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (৩৯:৫৩)

    ☑️ দিনের কাজঃ আপনি নিজে ও আপনার পরিবারকে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করতে উৎসাহিত করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ

    উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ক্বাল্‌বিন লা ইয়াখশায়ু’; ওয়া দুআয়িন লা ইয়াসমায়ু; ওয়া মিন নাফসিন লা তাশবায়ু; ওয়া মিন ইলমিন লা ইয়াংফায়ু; আউজুবিকা মিন হাউলায়িল আরবায়ি।' 

    অর্থ : 'হে আল্লাহ! তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন মন থেকে যা (তোমার ভয়ে) ভীত হয় না; এমন দোয়া থেকে যা শোনা হয় না (প্রত্যাখ্যান করা হয়); এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন জ্ঞান থেকে যা কাজে আসে না। তোমার কাছে আমি এ চার জিনিস থেকে আশ্রয় চাই।' (তিরমিজি, তালিকুর রাগিব, আবু দাউদ)

    আল্লাহর নামঃ المُقِيتُ রক্ষক, প্রত্যক্ষদর্শী الْحَسِيبُ হিসেবকর্তা الْجَمِيلُ অতীব সুন্দর

    লাইলাতুল ক্বদর ও ই'তিকাফ

    নিশ্চয়ই আমি এ (কুরআন)-কে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে (লাইলাতুল ক্বদর) আপনি কি জানেন মর্যাদাপূর্ণ রাত্রি কী? মর্যাদাপূর্ণ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম । ঐ রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ (জিবরীল) অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত । [সুরা আল কদর, ৯৭:১-৫]
    আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যে ঈমান সহকারে প্রতিদানের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।” (বুখারী, হাদীস ১৯০১)
    লাইলাতুল কদর অর্জনের সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় হলো, রামাদ্বানের শেষ দশ দিন ই'তিকাফ করা । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)  কখনো ই'তিকাফের আমালটি ছাড়েননি।
    আয়েশা (রা.) বর্ণনা করেন, আমি জিজ্ঞেস করলাম: হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কী বলব?
    তিনি বললেন, বলবেঃ
    اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
    উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আ`ফুউউন; তুহিব্বুল আ`ফওয়া; ফা`ফু আ`ন্নি। (মুসনাদে আহমদ, তিরমিজি, মিশকাত)
    অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করাকে ভালোবাসেন; অতএব আমাকে/আমাদিগকে ক্ষমা করে দিন।[ইবনে মাজাহ ৩৮৫০]
  •  ২১ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ আয়িশা (রা.) বলেন, 'রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রামাদ্বানের শেষ দশকে ইবাদত-বন্দেগীর জন্য যে পরিমাণ সাধনা করতেন, অন্য কোনো সময়ে তা করতেন না। (সহীহ মুসলিম, হাদীস: ১১৭৫)

    ☑️ দিনের আয়াতঃ
    اِنۡ تَجۡتَنِبُوۡا کَبَآئِرَ مَا تُنۡہَوۡنَ عَنۡہُ نُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَنُدۡخِلۡکُمۡ مُّدۡخَلًا کَرِیۡمًا

    উচ্চারণ : ইন্ তাজ্বনিবূ কাবা - য়িরা মা- তুন্হাওনা ‘আন্হু নুকার্ফ্ফি ‘আন্কুম্ সাইয়্যিয়া-তিকুম্ অ নুদ্খিল্কুম্ মুদ্খালান্ কারীমা-। 
    অর্থঃ যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পার, তবে আমি তোমাদের ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব। (৪:৩১ )

    ☑️ দিনের কাজঃ আপনি নিজে ও আপনার পরিবারকে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করতে উৎসাহিত করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَى اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

    উচ্চারণ : রাব্বিগফির্‌ লী ওয়াতুব্‌ আলায়্যা ইন্নাকা আন্‌তাত্‌ তাওয়াবুর রাহীম।

    অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি তাওবা কবুলকারী দয়ালু। (সুনান আবু দাউদ, হাদীস: ১৫১৬; সুনান ইবনু মাজাহ, হাদীস ৩৮১৪)

    আল্লাহর নামঃ الْكَرِيمُ মহানুভব الْوَاحِدُ এক ও অদ্বিতীয় الصَّمَدُ অমুখাপেক্ষী, স্বয়ংসম্পূর্ণ

  •  ২২ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি ইলম অন্বেষণে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (তিরমিযী, হাদীস: ২৬৪৬)

    ☑️ দিনের আয়াতঃ

    وَالَّذِينَ جَاهَدُوا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَانَّ اللهَ لَمَعَ الْمُحْسِنِينَ [العنكبوت : ٦٩]


    উচ্চারণ :  
    অর্থঃ যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন। (২৯:৬৯)

    ☑️ দিনের কাজঃ যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করুন এবং সম্প্রীতি স্থাপন করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    اللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

    উচ্চারণ : “আল্লাহুম্মা আঈন্নী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবাদাতিকা”
    অর্থ : হে আল্লাহ! আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। (আবু দাউদ, হাদীস নম্বর ১৫২২)

    আল্লাহর নামঃ الْقَابِضُ সংকোচনকারী الْمُقْتَدِرُ সর্বক্ষম الْمُقَدِّمُ অগ্রসরকারী
  •  ২৩ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করেন। (সহীহ মুসলিম, হাদীস : ২৬৯৯)

    ☑️ দিনের আয়াতঃ
    يَأَيُّهَا الَّذِينَ آمَنُوْا لَا تَتَّخِذُوا الْكُفِرِينَ اَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ اتُرِيدُونَ أَنْ تَجْعَلُوا لِلَّهِ عَلَيْكُمْ سُلْطنًا مُّبِينًا (النساء : ١٤٤)
    উচ্চারণ :  
    অর্থঃ হে ঈমানদারগণ! তোমরা কাফেরদেরকে বন্ধু বানিও না মুসলমানদের বাদ দিয়ে। তোমরা কি এমনটি করে নিজের ওপর আল্লাহর প্রকাশ্য দলীল কায়েম করে দেবে? (৪:১৪৪ )

    ☑️ দিনের কাজঃ আজ দিনভর ফেইসবুক- ইউটিউব থেকে দূরে থাকুন ।

    ☑️ দিনের দু’আঃ

    يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
    উচ্চারণ : 
    অর্থ : হে হৃদয়ের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দীনের ওপর স্থির রাখুন। (তিরমিযী, হাদীস: ৩৫২২)

    আল্লাহর নামঃ الْمُؤَخِّرُ পশ্চাদপদকারী الأخر সর্বশেষ, অনন্ত الاول সর্বপ্রথম, অনাদি
  •  ২৪ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ মীযানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই । (আবু দাউদ, হাদীস: ৪৭৯৯)

    ☑️ দিনের আয়াতঃ
    قُلْ هَذِهِ سَبِيْلِي ادْعُوا إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحْنَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ [ يوسف : ١٠٨]

    উচ্চারণ :  
    অর্থঃ বলে দিন, এই আমার পথ। আমি আল্লাহর দিকে সজ্ঞানে দাওয়াত দেই আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ পবিত্র। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। (১২:১০৮)

    ☑️ দিনের কাজঃ অধীনস্তদের কাজের বোঝা কমিয়ে দিন, অথবা অতিরিক্ত পারিশ্রমিক দিন।

    ☑️ দিনের দু’আঃ

    اللهُمَّ اِنّى اَعُوْذُبِكَ اَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ. وَاسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

    উচ্চারণ : 
    অর্থ : হে আল্লাহ! আমি সজ্ঞানে আপনার সঙ্গে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও আপনার কাছে ক্ষমা চাই। (আল-আদাবুল মুফরাদ, হাদীস: ৭১৬)

    আল্লাহর নামঃ الظَّاهِرُ প্রকাশ্য, সবার উপরে الْبَاطِنُ গোপন, নিকটবর্তী الْعَلِيمُ সর্বজ্ঞ, মহাজ্ঞানী
  •  ২৫ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ তুমি যেখানেই থাক আল্লাহ তা'আলা কে ভয় কর, মন্দকাজের পরপরই ভালো কাজ কর, তাতে মন্দ দূরিভূত হয়ে যাবে এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ কর। (সুনান তিরমিযী, হাদীস : ১৯৮৭)

    ☑️ দিনের আয়াতঃ

    وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ * إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ

    উচ্চারণ :  

    অর্থঃ কসম যুগের, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের। (১০৩:১-৩)

    ☑️ দিনের কাজঃ অনলাইন বা অফলাইনে বিতর্ক-বচসা পরিহার করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    اللهُمَّ بَاعِدُ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُم المسلنِي مِنْ خَطَايَايَ بِالْمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ

    উচ্চারণ : 
    অর্থ : হে আল্লাহ! আমার এবং আমার গুনাহের মধ্যে এরূপ ব্যবধান তৈরি করে দিন, যেরূপ ব্যবধান সৃষ্টি করেছেন পূর্ব এবং পশ্চিমের মধ্যে। হে আল্লাহ ! আমাকে আমার গুনাহ হতে এমনভাবে পবিত্র করে দিন, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়। হে আল্লাহ! আমার গুনাহকে বরফ, পানি ও শিশির দ্বারা ধৌত করে দিন। (সহীহ বুখারী, হাদীস: ৭৪৪ )

    আল্লাহর নামঃ الْمُتَعَالِي সর্বোচ্চ البر কৃপাময় التَّوَّابُ তাওবা কুবলকারী

  •  ২৬ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি ইলম অন্বেষণে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (তিরমিযী, হাদীস: ২৬৪৬)

    ☑️ দিনের আয়াতঃ




    উচ্চারণ :  
    অর্থঃ

    ☑️ দিনের কাজঃ আপনি নিজে ও আপনার পরিবারকে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করতে উৎসাহিত করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    اللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

    উচ্চারণ : 
    অর্থ : 

    আল্লাহর নামঃ

  •  ২৭ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি ইলম অন্বেষণে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (তিরমিযী, হাদীস: ২৬৪৬)

    ☑️ দিনের আয়াতঃ




    উচ্চারণ :  
    অর্থঃ

    ☑️ দিনের কাজঃ আপনি নিজে ও আপনার পরিবারকে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করতে উৎসাহিত করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    اللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

    উচ্চারণ : 
    অর্থ : 

    আল্লাহর নামঃ

  •  ২৮ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি ইলম অন্বেষণে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (তিরমিযী, হাদীস: ২৬৪৬)

    ☑️ দিনের আয়াতঃ




    উচ্চারণ :  
    অর্থঃ

    ☑️ দিনের কাজঃ আপনি নিজে ও আপনার পরিবারকে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করতে উৎসাহিত করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    اللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

    উচ্চারণ : 
    অর্থ : 

    আল্লাহর নামঃ

  •  ২৯ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি ইলম অন্বেষণে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (তিরমিযী, হাদীস: ২৬৪৬)

    ☑️ দিনের আয়াতঃ




    উচ্চারণ :  
    অর্থঃ

    ☑️ দিনের কাজঃ আপনি নিজে ও আপনার পরিবারকে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করতে উৎসাহিত করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    اللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

    উচ্চারণ : 
    অর্থ : 

    আল্লাহর নামঃ

  •  ৩০ তম রমাদ্বান
  • প্রতিদিনের আমলঃ ☑️ প্রত্যেক ফরজ  নামাজের পর যিকির ☑️ সকালের যিকির ☑️ সন্ধ্যার যিকির ☑️ ঘুমের পূর্বের যিকির ☑️ কমপক্ষে ৭০ বার ইস্তগেফার করুন ☑️ শােকর করা: আলহামদুলল্লিাহ বলুন ☑️ দান-সদাকা করুন ☑️ মাঝে মাঝে সদয় কাজ করুন ☑️কুরআন তিলাওয়াত করুন।

    ☑️ দিনের হাদিসঃ যে ব্যক্তি ইলম অন্বেষণে কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (তিরমিযী, হাদীস: ২৬৪৬)

    ☑️ দিনের আয়াতঃ




    উচ্চারণ :  
    অর্থঃ

    ☑️ দিনের কাজঃ আপনি নিজে ও আপনার পরিবারকে ইবাদতের জন্য রাত্রি জাগরণ করতে উৎসাহিত করুন ।

    ☑️ দিনের দু’আঃ

    اللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

    উচ্চারণ : 
    অর্থ : 

    আল্লাহর নামঃ

    --------------------------------------------

    প্রতি রমজানের ধারাবাহিক দোয়া সমূহ পেতে পেইজটির সাথে থাকুন।

    চলবে ---------------

    ☑️☑️ বিষয় ভিত্তিক ইসলামী গ্রন্থাবলী

    ☑️☑️ লেখক ভিত্তিক ইসলামী গ্রন্থাবলী

    প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন -

    ☑️☑️ Online Academy App 

    ☑️☑️ Bangla Waz OnlineApp


    Post a Comment

    0 Comments